মোঃ নাজমুলহোসেন , রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ের সর্ববৃহৎ নেকমরদ হাটের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন ।
সোমবার ১০ জুন থেকে শুরু হওয়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের পূর্ব পাশে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার সাহা ঠাকুরগাঁও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, মহাসড়কের পাশে দীর্ঘদিন থেকে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে ব্যবসা করে আসছিলেন একশ্রেণির মানুষ। তাদের বার বার নোটিশ দেওয়া হলেও তারা নিজ উদ্যেগে প্রতিষ্ঠান সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।এ সময় সোহাগ চন্দ্র সাহা সহকারি কমিশনার (ভূমি) রাণীশংকৈল, রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা বলেন,অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান ধাপের আজ প্রথম পর্ব। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।