ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী পাকা সড়কের লক্ষ্মীপুর বিলডাঙ্গী দাশপাড়া নামক স্থানে রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী, স্ত্রী, কন্যাসহ তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন- সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হাফিজা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমি ও স্ত্রী হামিদা বেগমকে নিয়ে স্বামী মাসুদুর রহমান মথুরাপুর থেকে মোটরসাইকেল যোগে হরিহরপুরের মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া আল সালাফিয়্যাহ মাদরাসার উদ্দেশে রওনা হন।
✪ আরও পড়ুন: ফুলবাড়ীতে কীটনাশক পানে যুবকের মৃত্যু
এ সময় বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রতগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী হাফিজা বেগম (৪৫) মারা যান। পরে বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক ঘন্টার ব্যবধানে বাবা ও মেয়েকে মৃত ঘোষনা করা হয়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন জানান, বাবা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বাবা মেয়ে দুজনেই মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায়। বিষয়টি হৃদয়বিদারক। এ বিষয়ে একটি মামলা হয়েছে। ঘাতক কোচটিকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা কোচটির ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।