ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ফেন্সিডিলসহ ২ নারী ও এক পুরুষ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনে করে রাজধানী ঢাকায় যাওয়ার সময় পীরগঞ্জ রেল ষ্টেশন প্ল্যাাটফর্ম থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়েছে।
পীরগঞ্জ এস আই রতন জানান, সোর্স মারফত তারা জানতে পারেন, মাদক কারবারীরা রবিবার সকালে ঢাকা গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল ষ্টেশনে অপেক্ষা করছিল কারবারীরা। এমন তথ্যের ভিত্তিতে ষ্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহ ভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওই দুই নারী সহ তিন জনকে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আটককৃতরা হলেন, পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হাজেরাদিঘি গ্রামের আলাউদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, আককৃতদের থানায় আনা হলে ওই দুই নারীর কোলে থাকা দুই শিশু কান্না ভেঙ্গে পড়ে। শিশুদের সাথে তার মায়েরাও কান্না করতে থোকে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শিশুসহ দুই মাদক কারবারী নারী ও এক পুরুষকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান