ঠাকুরগাঁও সদর থানা কর্তৃপক্ষে আয়োজনে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে এবং সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেস জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা হরি প্রসাদ রায়, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হরি কিশোর বর্মন, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুষার, স্থানীয় পুরোহিত নারায়ন কুমার রায়য় প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওপেন হাউজ ডে তে এলাকার বিভিন্ন সমস্যা ও তা চিহ্নিত করে সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে আকচা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষ, পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশার ৩ শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান