হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বালিয়াডাঙ্গী থানা কর্তৃপক্ষের উদ্যোগে গত রবিবার (৬ ফেব্রুয়ারি) থানা সভাকক্ষে এ মত বিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আরো বক্তব্য দেন, সাংবাদিক হারুন-অর-রশিদ, আল মামুন জীবন,আবুল কালাম আজাদ, সফিউল আলম, এন এম নুরুল ইসলাম, দবিরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ রায়হান, দুলাল রব্বানী, আব্দুস সবুর, মিন্নাত আলী, মো. সুমন, রুবেল হক, মোস্তাফিজুর রহমান, আক্তারুল ইসলাম প্রমুখ।
এ সময় থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার বর্তমান প্রেক্ষাপটে মাদক ও ছিনতাই রোধসহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে ওসিকে অবহিত করেন।এবং এসব অপরাধমূলক কর্মকান্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালনের আহবান জানান।
নবাগত ওসি তার বক্তব্যে বলেন, এ উপজেলায় মাদক,চুরি,ছিনতাই, জুয়াসহ সকল প্রকার অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ধরনের অপরাধের সাথে কখনও আপোষ করবেন না বলেও তিনি জানান।