ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে দেশসেরা স্কুল হরিপুর চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে “মা” সমাবেশ ও স্কুল পরিদর্শনে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মায়েরা আপনারা বাচ্চাদের প্রথম প্রধান শিক্ষক। মায়ের মাধ্যমেই তারা প্রথম ও মূল শিক্ষাগুলো শিখতে পারে। এক সময় প্রথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের তেমন একটা খুঁজে পাওয়া যেতোনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষা খাতগুলোর ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে, শিক্ষা ব্যবস্থায় আনা হয়েছে ডিজিটালাইজেশন। আপনারা শুধু আপনাদের বাচ্চাদের আগলিয়ে রেখে স্কুলে পাঠাবেন বাকী পড়াশোনাসহ সকল দায়িত্ব সরকারের। বাংলাদেশের ৬৫ হাজার স্কুলের মধ্যে চরভিটা প্রাথমিক বিদ্যালয়টি জাতীয় ভাবে সুনাম অর্জন করায় তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান।
হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্পের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিভাগীয় শিক্ষা উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, প্রতিমন্ত্রীর সহধর্মিণী সুরাইয়া বেগম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, হরিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, ইউএনও আরিফউজ্জামান, বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম সবুজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী। এছাড়াও চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৬ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি