হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গোলাম আজম (৩০) নামে এক ছেলে তার বাবা ফজলে হককে খুন করে সোজা থানায় গিয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। গত রোববার (৫ জানুয়ারি) মধ্যরাতে জেলা শহরের একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফজলে হকের মেজো ছেলে গোলাম আজম নিজ বাসায় ঘুমিয়ে পড়লে বাবা ফজলে হক তার বিছানায় মশারি টানিয়ে দিতে যান। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতরে থাকা দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গোলাম আজম। পরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ফজলে হক। বাবার মৃত্যু নিশ্চিত করে নিজেই ছুটে গেছেন সদর থানায়। সেখানে পুলিশ সদস্যদের কাছে খুনের বিষয়টি স্বীকার করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় গোলাম আজমকে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ওই ঘটনার তদন্ত চলছে। ছেলেটিকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান