মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে আবারো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কাজেমি এই প্রথম আমেরিকা সফর করছেন।
গতকালের (বৃহস্পতিবার) ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন সমস্ত মার্কিন সেনা ইরাক ছেড়ে দেশে ফিরবেন তিনি সেই দিনের অপেক্ষায় আছেন। ইরাকে মার্কিন ব্যবসায়ীরা তেলের বড় বড় চুক্তি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা খুব শিগগিরই ইরাক থেকে ফিরে আসবো। সেখানে আমাদের খুব কম সংখ্যক সেনা আছে যারা ইরাককে সাহায্য করছে এবং বিষয়টি ইরাকের প্রধানমন্ত্রী জানেন।”
ট্রাম্প বারবার সেনা প্রত্যাহারের কথা বললেও তিনি পরিষ্কার করে বলেন নি কবে তিনি এসব সেনাকে দেশে ফিরিয়ে আনবেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই কথা জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ইরাক থেকে সেনা ফিরিয়ে আনার জন্য বাগদাদের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন। তিনি বলেছেন, “যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেনারা ফিরে আসবে, আমাদের সেনা সংখ্যা একেবারে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে।”
এই মুহূর্তে ইরাকে আমেরিকার প্রায় পাঁচ হাজার সেনা রয়েছে এবং মার্কিন মিত্রদেশগুলোর সেনা রয়েছে ২,৫০০। সুত্রঃ পার্সটুডে।