এ মাসের মাঝামাঝিতে চীনের সঙ্গে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
বছরের প্রথম দিনে এক টুইট বার্তায় ট্রাম্প জানান, এরপর বেইজিং সফরে যাবেন তিনি।
এর আগে তিনি জানান, চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরে আগ্রহী যুক্তরাষ্ট্র। দুই শীর্ষ অর্থনীতিদের দেশের মধ্যে চুক্তি হলে দূর হবে অর্থনৈতিক অস্থিরতা। বাণিজ্য যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত কোটি কোটি ডলারের পণ্যে শুল্কারোপ পাল্টা শুল্কারোপের প্রতিযোগিতা চলছে।