স্পোর্টস ডেস্কঃ টেস্টে অষ্টমবারের মতো ৫ উইকেট শিকার করলো তাইজুল ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান করে অলআউট হয়। লিটন দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রান করেন। হাসান আলি নেন ৫ উইকেট। আব্দুল্লাহ শফিককে এলবিডব্লিউ করে প্রথম শিকার ধরেন তাইজুল। ৫২ রানে ফিরেছেন পাকিস্তান ওপেনার। পরের বলেই আজহার আলিকে রানের খাতা খুলতে দেননি টাইগার স্পিনার, হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে এলবিডব্লিউ করেন আজহারকে।
টেস্টের দ্বিতীয় দিনের দুই সেশনে উইকেট তুলতে না পারার গেরো রোববার সকালে টপাটপ দুই উইকেট তুলে কাটান তাইজুল। জোড়া সাফল্যে নতুন দিনের সূচনা করে দেন বাংলাদেশকে। পরে তাইজুল পান তৃতীয় শিকারের দেখা। ফাওয়াদ আলমকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন টাইগারদের বাঁহাতি স্পিনার। পথের কাঁটা হয়ে ওঠা সেঞ্চুরিয়ান আবিদ আলিকে সাজঘরে পাঠান তিনি। ২০৯ বলে ২টি করে চার-ছক্কায় তিন অঙ্কে পৌঁছান তিনি। ফিফটি ছুঁয়েছিলেন ৮৪ বলে। শেষপর্যন্ত ২৮২ বলের ইনিংসটি থামে ১৩৩ রানে, ১২ চারের পিঠে যাতে ২ ছয়ের মার। সাজঘরে ফিরিয়েছেন হাসান আলিকেও।
তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২০৩ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি ৭ উইকেটে ২২৯ রানে পৌঁছে গেছে। চালকের আসনে থাকা বাংলাদেশ এখনও এগিয়ে ১০১ রানে।