হাবিবুল ইসলাম হাবিব:: বেনাপোলে আটক টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি শাহজাহান মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তার পৈত্রিক বাড়ি থেকে পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা, চারটি আগ্নেয়াস্ত্র ২৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহানের স্বীকারোক্তি অনুযায়ী রবিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষে জেনারেটরের নিচে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা, চারটি দেশীয় অস্ত্র ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুলাই) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহজাহানকে আটক করেছিল। পরে টেকনাফ থানা পুলিশের একটি টিম শনিবার (২৭ জুলাই) বেনাপোল থেকে তাকে টেকনাফ থানায় ফিরিয়ে আনেন। আটক শাহজাহান চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ৯ নম্বর মাদক কারবারি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে। জাফর আহমদ নিজেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা কারবারি। জাফর আহমদের অপর ছেলে দিদার মিয়া গত ফেব্রুয়ারি মাসে ১০২ জন ইয়াবা কারবারির সঙ্গে আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে রয়েছেন।