কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছে পাওয়া এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। গ্রেপ্তাররা হলেন মিয়ানমারের মংডু সোদা পাড়া এলাকার মো. হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার মো. আনোয়ার (৩০)।
লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘গতকাল রাতে জানতে পেয়েছি টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় মিয়ানমার থেকে স্বর্ণের একটি বড় চালান এক বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। ওই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযানে গেলে চোরাকারবারি বাড়ি থেকে দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় তাদেরকে আটক করা হয়। আটক দুই নাগরিকের কাছে থাকা ব্যাগ দুটি থেকে বিভিন্ন প্রকার স্বর্ণ ও বারসহ সাড়ে ১০ কেজি স্বর্ণ ও বাংলাদেশি নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা এবং ২ লাখ ২৯ হাজার ৫০০ মিয়ানমারের মুদ্রা ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মিয়ানমারের ওই দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা। আটকরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে স্বর্ণালংকার ও মাদক বাংলাদেশে পাচার করে আসছে। তাদের নিয়মিত মামলার রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্বর্ণসহ আটক দুই মিয়ানমারের নাগরিককে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম