হাবিবুল ইসলাম হাবিব:: সমুদ্রের মৎস্য ধ্বংসাত্মক এক প্রকার উপাদান হল কারেন্ট জাল। এই নিষিদ্ধ জাল নিরসন করতে যৌথ অভিযান পালন করছেন টেকনাফ উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তর।
টেকনাফের উপকূলে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূল করণের নিমিত্তে এই ‘সম্মিলিত বিশেষ অভিযান’ পরিচালনা করা হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান।
এতে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানা যায়।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, ‘মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূল করণের নিমিত্তে ‘সম্মিলিত বিশেষ অভিযান’ বাস্তবায়নের জন্য ২৯ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান কাজলের নেতৃত্বে দুটো ঘাটে অভিযান পরিচালনা হয়েছে। একটি হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলীয় টেকনাফ সদর লম্বরী মাছঘাট এবং অপরটি হচ্ছে পর্যটন বাজার মাছ ঘাট।
এতে এসময় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে জনসম্মুখে অগ্নিসংযোগ করা হয়েছে।
সম্মিলিত বিশেষ এই অভিযান ২১ জানুয়ারী শুরু হয়ে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান