এখন থেকে গ্রাহকরা টুইটারের ওয়েবে ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। সেই সাথে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে টুইটের ‘ভিউ সংখ্যা’ দেখানোর পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সুবিধা আনার ঘোষণা দিয়েছে টুইটার। আগে ব্লু টিকধারী টুইটার গ্রাহকেরা এতে ১০ মিনিট দৈর্ঘ্যের ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ৫১২ মেগাবাইট আকারের ভিডিও আপ করতে পারতেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তবে ডেস্কটপ ছাড়া আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে যারা ভিডিও দেবেন, তারা নতুন সুবিধা পাবেন না।
এদিকে কোনো ব্যবহারকারীর টুইট অন্যরা কতোবার দেখেছেন, সেটি দেখা যাবে নতুন এই ফিচারের মাধ্যমে। তবে, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, টুইটার অ্যাপের ‘কমেন্ট’, ‘রিটুইট’ ও ‘লাইক’ অপশনের পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ কাউন্টার’ দেখতে পারবেন।
টুইটারের ‘এফএকিউ’ বলছে, সকল টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে, বিষয়টি এমন নয়। ‘কমিউনিটি টুইট’, ‘টুইটার সার্কেল’ টুইট ও ‘অপেক্ষাকৃত পুরোনো’ টুইটে এই সুবিধা মিলবে না।