অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা অক্টোবরের মাঝামাঝি। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে নির্ধারিত সময়ে বিশ্বকাপ মাঠে গড়ানো নিয়ে দুইবার ভাবতে হচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে।
এবারের আসর ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। আর শেষ হবে ১৫ নভেম্বর। করোনার কারণে সারাবিশ্ব কার্যত রুদ্ধ থাকলেও আগস্ট মাসের আগে বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় না আইসিসি। কিন্তু করোনাভাইরাসের কারণে জমকালো এই টুর্নামেন্ট এক বছরের জন্য পিছিয়ে দেয়া হতে পারে বলেও চলছে গুঞ্জন।
মরণঘাতি করোনা থেকে বাঁচতে অস্ট্রেলিয়া সরকার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে । আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি-ও। সবদিক বিবেচনা করে আগস্ট মাসে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে আইসিসি জানিয়েছে। এখন পর্যন্ত সূচি মেনেই বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে।
ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, ভক্তদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দর্শকশূন্য মাঠে বিশ্বকাপ আয়োজনের বিকল্প ভাবনাও ভাবছে আইসিসি।