আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে ১৫ সদস্যের স্কোয়াডে রিয়াদের অন্তর্ভুক্তি না হওয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে জান্নাতুল লেখেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না……’ রিয়াদের স্ত্রীর এমন স্ট্যাটাসের পর এর কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। নাজমুস সাজিদ নামের এক ক্রিকেটভক্ত লিখেছেন, ‘যোগ্য লোকদের মূল্যায়ন তখনই হতো যখন পারফরম্যান্সের উপর ভিত্তি করে দল নির্বাচন করা হতো। কিন্তু বর্তমান টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের কাজ হচ্ছে ফেসবুকে ‘Popular Opinion’ খুঁজে বের করা এবং ওই অনুযায়ী দল নির্বাচন করা।’ সাদমান নামে আরেক ভক্ত লেখেন, ‘যোগ্য ব্যাক্তি টেস্ট থেকে রিটায়ার নিয়ে টি-টোয়েন্টিতে টেস্ট খেললে তো হবে না, যোগ্য ব্যক্তির উচিত ছিল টি-টোয়েন্টি থেকে রিটায়ার নিয়ে টেস্টে খেলা।’
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাজমুল হাসান শান্ত। স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।