মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) বিভিন্ন পণ্য কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে এক পরিবেশকের (ডিলার) লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার লাইসেন্স বাতিলের জন্য উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় ওই পরিবেশকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়ায় থানায় মামলাও হয়েছে।
অভিযুক্ত পরিবেশকের নাম আশরাফ উদ্দীন ওরফে চিনু। তিনি কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় বসবাস করেন। সেখানে ‘আশরাফ ট্রেডার্স’ নামের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি টিসিবির পণ্য বিক্রি করেন।
উপজেলা প্রশাসন ও কুলাউড়া থানার পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ৮ ডিসেম্বর বিকেলে ওই প্রতিষ্ঠানে টিসিবির বরাদ্দ হওয়া চিনি ও ডালের মোড়ক খুলে আলাদা বস্তায় ভরা হচ্ছিল। এ ছাড়া সয়াবিন তেলের বোতলে ‘টিসিবি’ লেখা লেবেল মুছে ফেলা হচ্ছিল। কালোবাজারে বিক্রির জন্য এ কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান থানা পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ সেখানে অভিযান চালান। তাঁদের উপস্থিতি টের পেয়ে এ অবৈধ কাজে জড়িত লোকজন দ্রুত পালিয়ে যায়।
পরে সেখান থেকে ৫৫৪ লিটার তেল, ৭৯২ কেজি ডাল, ৪২১ কেজি চিনি ও ২০০ কেজি চাল জব্দ করা হয়। এ ব্যাপারে ওই দিনেই কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বাদী হয়ে টিসিবি’র পরিবেশক আশরাফ উদ্দীনসহ অজ্ঞাতনামা আরও এক-দু’জনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে এসআই পরিমল চন্দ্র দাস বলেন, আসামিরা পলাতক। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় জড়িত পরিবেশক আশরাফ উদ্দীনের লাইসেন্স বাতিলের জন্য তাঁরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন।
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় টিসিবি’র ডিলার আশরাফ উদ্দীনের দোকানে বিভিন্ন পণ্যের বস্তা ও বোতলে লাগানো টিসিবি’র স্টিকার খুলে রাখা অবস্থায় সরেজমিনে গিয়ে পাওয়া যায়।
এ বিষয়ে টিসিবি’র মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ইসমাইল মজুমদার বলেন, আশরাফ উদ্দীনকে সর্বশেষ গত ২৬ নভেম্বর ১ হাজার ৪৩০টি ফ্যামিলি কার্ডের বিপরীতে ১ হাজার ৪৩০ কেজি চিনি, ২ হাজার ৮৬০ লিটার তেল ও ২ হাজার ৮৬০ কেজি ডাল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের চিঠি পেলে ওই পরিবেশকের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।