টেলিভিশনের পর্দায় রক্ত-মাংসে গড়া মানুষের মতোই সংবাদ উপস্থাপন করে ব্যাপক সাড়া ফেলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) জেনারেটেড রোবট লিসা।
ভারতের ওড়িশার টেলিভিশন চ্যানেল ওটিভিতে গত রোববার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ উপস্থাপককে সামনে আনা হয়। যা নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে।
ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শাড়ি পরিহিত অবস্থায় রক্ত-মাংসে গড়া মানুষের মতোই সংবাদ পরিবেশন করছে রোবট লিসা। তার কথা বলার ধরন দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। কেউ কেউ এটিকে সুন্দরী রোবট হিসেবে আখ্যা দিয়েছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানা গেছে, এআই জেনারেটেড এই রোবট শুধু ওড়িশা ভাষায় নয়, ইংরেজিতেও কথা বলতে পারে। এখন থেকে দিনের একাধিক সময় খবর পড়ে শোনাবে এই এআই জেনারেটেড রোবট।
তিনি আরও বলেন, লিসার অনেক ভাষায় কথা বলার সক্ষমতা রয়েছে। আপাতত ওড়িশা ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে। আগামী দিনে এটিকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন