মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ করোনার টিকা নিতে আসা মানুষের ভিড়ে ভঙ্গ হচ্ছে স্বাস্থ্যবিধি।মুরাদনগর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এ এমন চিত্রই দেখা গেছে। উপজেলায় দিন দিন করোনার টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের করোনা টিকাদান বুথের সামনে দেখা যায় বিশাল লাইন। সেখানে শত-শত মানুষ জড়ো হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে। মানুষকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সকালে টিকা কার্যক্রম শুরু করার আগেই জড়ো হতে থাকেন মানুষ। সকালে টিকা দেওয়া শুরু হয়। বেলা বাড়ার সঙ্গেই ধারণ ক্ষমতার অধিক মানুষ হাসপাতালের সামনে জড়ো হয়।
এদিকে মানুষের চাপ বাড়ায় টিকা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মানা সম্ভব হয়ে উঠছে না সামাজিক দূরত্ব। সচেতন মহল করোনা সংক্রমণের ঝুঁকির আশঙ্কা করছেন।