ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের চীনা মালিকরা তাদের শেয়ার বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে অ্যাপটি। গতকাল বুধবার (১৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ টিকটকের বিরুদ্ধে লাখ লাখ ব্যবহারকারীর কাছ থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ তৈরির অভিযোগ রয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকের মালিকানা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের এই বিষয়টি প্রথমে প্রকাশ করা হয় ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। তবে টিকটক কর্তৃপক্ষ বলছে, ‘জোরপূর্বক’ কোম্পানি বিক্রয় তাদের তথ্যপ্রবাহ বা অ্যাক্সেস পরিবর্তন করবে না। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।
জনপ্রিয় এই অ্যাপ থেকে সংগ্রহ করা তথ্য চীনা সরকারের হাতে পড়তে পারে বলে গত কয়েক বছর ধরে এমন উদ্বেগ জানিয়ে আসছেন মার্কিন কর্মকর্তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চায় বাইটড্যান্স চীন থেকে ‘স্পষ্ট বিরতি’ দিয়ে টিকটক থেকে নিজেদের বিচ্ছিন্ন করুক।
এর আগে, ২০২০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে টিকটকের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞার হুমকি দেয়া হয়েছিল।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন