প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নওগাঁর মান্দার মো. ফারুক হোসেন নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আপত্তিকর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।
গতকাল সোমবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে এলাকাবাসী ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রাতেই চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি এস নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ফারুক উপজেলার পূর্ব-চন্ডিপুর গ্রামের ছবর উদ্দিন হাজি বাড়ির আবু তাহের মুন্সীর ছেলে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর টিকটক ভিডিও ফেসবুকে পোস্ট করে ফারুক। বিষয়টি চন্ডিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চন্ডিপুর ওয়ার্ড মেম্বার রেজাউল করিম তছলিম মোল্লার নজরে আসলে স্থানীয় ব্যক্তিদের অবগত করে। রোববার সন্ধ্যার পরে স্থানীয় মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্যদের নিয়ে ওই বাড়িতে গেলে আলোড়ন সৃষ্টি হয়। এ সময় তাৎক্ষণিক গ্রামের লোকজন ফারুককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মামলার বাদী চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি এস নজরুল ইসলাম বলেন, ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় আপত্তিকর লেখা শেয়ার ও ভিডিও আপলোড করে আসছিল। সে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও ফেসবুকে পোস্ট করেছে। এ জন্য স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে সাইবার অপরাধ কমে যাবে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন