স্পোর্টস ডেস্কঃ তিন-ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। গতকাল বুধবার (১০ আগস্ট) নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের লক্ষ্য খেলতে নেমে ৭ উইকেটে ১৭২ রান করতে সক্ষম হয় উইন্ডিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের টানা অষ্টম জয় এটি। যার শুরুটা হয়েছিল আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়ে।
কিংস্টনের সাবিনা পার্কে ১৮৫ রানের জবাবে খেলতে নেমে ব্যক্তিগত ১ রানে আউট হন উইন্ডিজ ওপেনার কাইল মেয়ার্স। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টিম সাউদি। ৮ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন নিকোলাস পুরান। ডেভন থমাস রানের খাতা খুললেও ১ রানেই ফিরে যান লকি ফার্গুসনের শিকার হয়ে।
এরপর উইন্ডিজের জন্য অবশ্যম্ভাবী হয়ে যায় জয়ের জন্য বড় রানের জুটি গড়া। কিন্তু স্বাগতিকরা উইকেট হারায় নিয়মিত বিরতিতে। দলীয় ৪৯ রানে শিমরন হেটমায়ার, ৭৯ রানে শামারাহ ব্রুকস, ১০৭ রানে রোভম্যান পাওয়েল ও ১১৪ রানে জেসন হোল্ডারের উইকেট হারায় তারা। হোল্ডার ২৫, পাওয়েল ১৮ ও হেটমায়ার ২ রান করতে সক্ষম হন।
কিন্তু অষ্টম উইকেট জুটিতে জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন রোমারিও শেফার্ড ও ওডেন স্মিথ। দুজনে গড়েছিলেন ৫৮ রানের জুটি। শেফার্ড ১৬ বলে ৩১ ও স্মিথ ১২ বলে ২৭ রান করেন। তাতেও জয়টা অধরা থাকে স্বাগতিক দলের। কিউইদের হয়ে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মিচেল স্যান্টনার। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়া ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন ও ইশ সোধি নেন একটি করে উইকেট।
উল্লেখ্য, এর আগে কেন উইলিয়ামসনের ৪৭, ডেভন কনওয়ের ৪৩, জিমি নিশামের ৩৩ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন স্মিথ। একটি করে উইকেট পান হোল্ডার ও ওবেদ ম্যাককয়।