টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন ইমন হোসেনের মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইমনের বন্ধু ইমরান হোসেন জানান, গত ৪ আগস্ট দুপুরে মির্জাপুরের গোড়াই এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি করলে ইমন গুলিবিদ্ধ হয়। সে সময় শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা লেকভিউ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইমন ভুয়াপুর অর্জুনা গ্রামের মৃত মো. জুলহাস শেখের ছেলে। বাবা পেশায় ভ্যানচালক ছিলেন। ইমন ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সময়ে তার বাবা মারা যান। চার ভাইবোনের মধ্যে সবার বড় সে। অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে ছোট ভাইবোন ও সংসারের খরচ মিটাতেন। ইমন মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে ভর্তি হয়েছেন হেমনগর ডিগ্রি কলেজে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম