কয়েক দশকের মধ্যে শক্তিশালী টাইফুন হাজিবিস জাপানের দিকে ধেয়ে আসছে। শক্তিশালী এই টাইফুনের প্রভাবে রাজধানী টোকিওতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তাই হাজিবিসের আঘাতকে সামনে রেখে জাপান সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, এরই মধ্যে শনিবারের নির্ধারিত ১২৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে টোকিওর প্রধান দুইটি বিমানবন্দর থেকে সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বুলেট ট্রেনসহ বহু ট্রেনসেবা বাতিল করা হয়েছে।টাইফুন হাজিবিসের কারণে প্রচণ্ড বাতাসের পাশাপাশি উঁচু ঢেউ ও উত্তরপূর্ব থেকে পশ্চিম জাপান পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। দেশটির আবহাওয়াবিদরা বলছেন, টাইফুন হাজিবিসের তীব্রতা ১৯৫৮ সালে আঘাত হানা টাইফুনের সমকক্ষ হতে পারে। ওই সময় আঘাত হানা টাইফুনে এক হাজার ২০০-র বেশি মানুষ নিহত হয়।এর আগে গত মাসে আরেকটি শক্তিশালী টাইফুন ফাক্সাই আঘাত হানে জাপানে। ওই ঘূর্ণিঝড়ের কারণে টোকিও এবং আশেপাশের এলাকায় পরিবহন চলাচল বিঘ্নিত হয়। বিদ্যুৎহীন হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ওই ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসছে এই হাজিবিস।