বিনোদন ডেস্ক/S.H:
গত মঙ্গলবার বলিউডের অভিনেতা টাইগার স্রেফ ও তার প্রেমিকা অভিনেত্রী দিশা পাটানি বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মুম্বাই পুলিশ। লোকডাউনের বিধি- নিষিদ্ধ অমান্য করে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতে থাকে এই দুই তারকা।
ভারতে চলছে করোনা মহামারি। দেশটি তিন থেকে চার হাজার মৃত্যু দেখছে প্রতিদিন। মৃত্যুর হার কমাতে দেশটি কঠোর লকডাউন বিধি জারি করে। কিন্তু সব কিছুই যেন তুচ্ছ বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের কাছে। বলিউড তারকা দিশা ও তার প্রেমিক টাইগারের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ জানায়, টাইগার ও দিশা জিম থেকে বের হয়ে অযথা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি করে ঘুরতে থাকে। লকডাউন বিধি অমান্য করায় তাদের গাড়ি আটকানো হয়। সে সময় দিশা চালকের পাশের সিটে বসেছিলেন এবং টাইগার ছিলেন পিছনের সিটে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানান পুলিশ। যদিও সকল কাগজপত্র থাকার কারণে ও জামিন যোগ্য ধারা হওয়া তাদেরকে গ্রেফতার করা হয়নি। ১৫ জুন পর্যন্ত মুম্বাইয়ে লকডাউন দিয়েছে দেশটির সরকার। অত্যাবশকীয় কাজ ছাড়া ঘর থেকে বের হবার উপর নিষিদ্ধ আইন জারি করেছে ভারত সরকার।