আরও একটি ফাইনালের সামনে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার বাধা উইন্ডিজরা। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।
চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে আছে টিম বাংলাদেশ। তিনটি ম্যাচেই রান তাড়া করে জিতেছে মাশরাফি বাহিনী। তামিম-লিটন-সৌম্য-সাকিব সবাই আছেন ফর্মে। সিরিজের আগের দুই ম্যাচেই উইন্ডিজকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে তাই এগিয়ে থাকবে রোডস বাহিনীই। সবাই ফর্মে থাকায় দলগঠনে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলা লিটন দাশকে রেখে এই ম্যাচে আবারো ফেরানো হতে পারে ব্যাক টু ব্যাক ফিফটি হাঁকানো সৌম্য সরকারকে। এছাড়া পেসার রুবেল হোসেনের পরিবর্তে মোস্তাফিজ এবং মোসাদ্দেকের পরিবর্তে ফিরতে পারেন মেহেদি মিরাজও। তবে আগের ম্যাচে চোট পাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসানের এই ম্যাচে খেলা নিয়ে সংশয় রয়েছে।