বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচে ৯৫ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবারের ম্যাচে লিটন দাস ও মুশফিকুর রহিম রান পেলেও অন্যরা তেমন একটা সুবিধা করতে পারেননি। আর তাই শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিংয়ে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভার থেকে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৫৯। দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রান করেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৪৭ রান। বাংলাদেশের পক্ষে সাকিব ও রুবেল দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস ও সৌম্য সরকার ভালো সূচনা করলেও সৌম্য ও সাকিব ফেরার পর চাপের মুখে পড়ে বাংলাদেশ দল। লিটন ও মুশফিক কিছুটা আশার আলো জ্বালালেও লিটনের বিদায়ের পর মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদও ফিরে যান দ্রুত। তবে কুলদ্বীপ যাদবের বলে সাজঘরে ফেরার আগে মুশফিক সংগ্রহ করেন ৯০ রান। শেষপর্যন্ত ৪৯ ওভার ৩ বল শেষে বাংলাদেশের ইনিংসই থেমে যায় ২৬৪ রানে।