স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হচ্ছে দুই দল।
এর আগে সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস ভাগ্য এসেছে শ্রীলঙ্কার পক্ষে। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রাতে শিশিরের প্রভাব বিবেচনায় টস হেরে আগে ফিল্ডিং করতে পেরে খুশি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ এই ম্যাচে একাদশ সাজিয়েছে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে। একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সাথে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম নেই, তবে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে তাইজুল ইসলামের সাথে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরমধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব,
শ্রীলঙ্কা : ওঅভিষকা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাউইকরামা, চারিথ আসালঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম