রোববার (২৯ অক্টোবর) লাখনৌতে ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আর টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চার পরাজয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে তালিকার একদম তলানিতে ইংলিশরা।
অন্যদিকে এখন পর্যন্ত অপরাজিত ভারত। তাই ভারতের লক্ষ্য সবার আগে সেমি ফাইনাল নিশ্চিত করা।
এখন পর্যন্ত বিশ্ব আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে ৪ জয় পেয়েছে ইংল্যান্ড, আর ভারতের জয় ৩টিতে। তবে ওয়ানডে ক্রিকেটে আবার এগিয়ে ভারত। ১০৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এই দু’দল। ৫৭ ম্যাচে জয় আছে ভারতের আর ইংল্যান্ডের জয় ৪৪টিতে। দুই দলই তাদের একই একাদশ নিয়ে মাঠে নেমেছে।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম