শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে এসেছেন তানজিম সাকিব। দুই দলের বিশ্বকাপে আর কিছু পাওয়ার নেই। এখন তারা একই টার্গেটে লড়বে। তা হলো ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি।
চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় সোমবার দুপুর আড়াইটায়।
হেড কল করেছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস, পড়েছে টেলস। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেটে’ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেন্ডিস বলেছেন, ব্যাটিং করতে কোনোই আপত্তি করতেন না তিনি।
মোস্তাফিজুর রহমান ফিট নন বলে জানিয়েছেন সাকিব। এ বাঁহাতি পেসারের জায়গায় খেলছেন তানজিম হাসান সাকিব, এতে প্রথমবার বিশ্বকাপে খেলছেন তানজিম সাকিব।
শ্রীলঙ্কা দলে পরিবর্তন দুটি। করুনারত্নে ও হেমন্তর জায়গায় এসেছেন ধনাঞ্জয়া ও কুসল পেরেরা।
এ পর্যন্ত মাত্র একটি জয় পাওয়া বাংলাদেশ ইতোমধ্যেই সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার পর টানা ছয় ম্যাচ হেরেছে টাইগাররা। দলটির জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার জন্য।
বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল নিয়ে হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম