আজ শেষ হচ্ছে বিপিএল দশম আসরের সিলেট পর্বের খেলা। যেখানে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে আসরের একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বরিশালের দলনেতা তামিম ইকবাল।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল-খুলনার ম্যাচটি শুরু হয় বেলা দেড়টায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।
বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল খুলনা টাইগার্স। ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে তারা। অপরদিকে, ৫ ম্যাচ খেলা ফরচুন বরিশাল ৩ ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে। যার ফলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকা ৫ নম্বরে।
আজকের ম্যাচে দুই দলই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বরিশাল নেমেছে দুই পরিবর্তন নিয়ে। তাদের দলে ফিরেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও নির্ভরযোগ্য স্পিনার তাইজুল ইসলাম। এদিকে খুলনার একাদশ থেকে বাদ পড়েছেন এভিন লুইস। তার জায়গায় দলে এসেছেন পাকিস্তানের ফাহিম আশরাফ।
খুলনা টাইগার্স একাদশ:
এনামুল হক বিজয় (উইকেটকিপার, অধিনায়ক), এভিন লুইস, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নওয়াজ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম