কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অবশেষ হচ্ছে এশিয়া কাপের শ্রীলঙ্কা-পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচ। টস জিতে এবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সময় পৌণে ৬টায় শুরু হবে ৪৫ ওভারের খেলা।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর খেলা শুরু হতে যাচ্ছে। এ ম্যাচের বিজয়ী দল রোববার (১৭ সেপ্টেম্বর) ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।
শ্রীলঙ্কার আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, এদিন কলম্বোয় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এতে পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বৈরথ ভেস্তে যেতে পারে। এশিয়া কাপে শ্রীলঙ্কায় হওয়া প্রতিটি ম্যাচেই এমন সম্ভাবনা ছিল। যদি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির জয় হয় অর্থাৎ ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তাহলে ফাইনাল খেলবে কোন দল?
পাকিস্তান-শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে উঠে যাবে লঙ্কানরা। কারণ, এই ম্যাচ পরিত্যক্ত হলে রানরেটের হিসাবে ফাইনাল খেলবে তারা। বর্তমানে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)।
পাকিস্তান দল গঠনে সমস্যায় পড়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে পাচ পরিবর্তন করে গতকাল একাদশ ঘোষণা করেছিল। তবে সেই একাদশও খেলাতে পারছেন না। পিঠের আড়ষ্ঠতার কারণে ইমাম উল-হক খেলতে পারছেন না। তার জায়গায় ফখর জামানকে ফেরাতে হয়েছে। জ্বরাক্রান্ত সৌদ শাকিলের জায়গায় আব্দুল্লা শফিককে নেয়া হয়েছে। এছাড়া বোলিংয়ে ওয়াসিম জুনিয়ার ও জামান খানকে জায়গা দেয়া হয়েছে।
শ্রীলঙ্কা দলে কুশল পেরেরা ও প্রমোদ মাদুশনকে নেয়া হয়েছে। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম