মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধিন চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী থেকে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়, দিন ব্যাপি অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৯ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। দ্বিতীয় দফায় একই তারিখ রাত ১০ টায় চরবংশী স্টীলব্রীজ সংলগ্ন ডাকাতিয়া নদিতে অভিযান পরিচালনা করে আরো ২ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে ভ্রাম্যমান আদালত।
দিনে এবং রাতে সর্বমোট ১১ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে ভ্রাম্যমান আদালত। যা রায়পুরে এর আগে কখনো হয়নি। এতে নদী এলাকার বসবাসকারিদের মনে সস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান। এর আগে এমন সাহসী প্রদক্ষেপ নিতে খুব কমই দেখা গেছে। একজন সাহসী জনবান্ধব ইউএনও এবং একজন এসিল্যান্ড রায়পুরে এর পূর্বে কমই দেখা গেছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ। এ সময় উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পু থানা পুলিশ, হাজীমারা ফাঁড়ি পুলিশ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেম্বার জনাব বশির হাওলাদার, দিদার মোল্লা, মোঃ আলী আকন্দসহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জনগণ।
নদীপাড়ে বসবাসকারিরা এমনিতে আতঙ্কে দিন কাটাতে হয় তারমধ্যে নদী ভাঙ্গন একটি অন্যতম কারন। নদী ভাঙ্গনের আরেকটি কারন হল নদী থেকে ড্রেজারে বালু তোলা। নদী থেকে ড্রেজারে বালু তোলার কারনের ভূমির নিচ থেকে বালু সরে যায় এক সময় নদীর আশেপাশের এলাকায় ফাটল সৃস্টি হয় নদীগভেৃ বিলিন হয়ে যায় অসহায় পরিবারের ফসলি জমি, ভিটেমাটি। যার ফলে সর্বশান্ত হয় হোজার হাজার পরিবার।
এমন সাহসী অভিযানের ফলে অচিরেই রায়পুর উপজেলাধিন নদী থেকে বালু উত্তোলন বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন নদী এলাকার মানুষ।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং অবৈধভাবে নদী, খাল, বিলে বাধ দেয়া প্রতিরোধে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।