যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ঝিকরগাছা বাজার থেকে ট্রাক চুরির ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পার্ক করা একটা মিনি ট্রাক রাতের আঁধারে চুরি করে হয়ে গিয়েছে। এ চুরির ঘটনায় ট্রাকটির মালিক আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের ওয়াপদাহ রোডের বাসিন্দা মৃত ছবেদ আলীর ছেলে আব্দুস সাত্তারের একটি মিনি ট্রাক যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো ড ১৪-৪৩৩০, ইঞ্জিন নং SLCBA/148805, চেসিস নং MBUWEL4XBA/0155178। ঝিকরগাছা কাটাখালের বাসিন্দা আমির আলীর ছেলে বিল্লাল হোসেন তার মিনি ট্রাকটি চালাতেন।
গত ৮ জুন বৃহস্পতিবার রাত্রে ট্রাকটির ড্রাইভার বিল্লাল হোসেন ট্রাকটি ঝিকরগাছা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে পার্ক করে বাড়িতে চলে যান। সেখানে আরও দুটি ট্রাক পার্ক করা ছিলো। পরদিন সকালে বিল্লাল হোসেন ঐ স্থানে এসে ট্রাকটি দেখতে না পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির মালিককে বিষয়টি জানান।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনেক খোজাঁ খুজিঁর পরও ট্রাকটির কোনো সন্ধান না মেলায় গাড়িটির মালিক আব্দুস সাত্তার বাদী হয়ে ৯ জুন ঝিকরগাছা থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের নামে একটি অভিযোগ দায়ের করেন। তবে রাস্তার পাশে এভাবে অরক্ষিত ভাবে, বিনা পাহারায় গাড়ি রেখে দেওয়াটা চোরদের চুরির সুযোগ করে দিচ্ছে বলে অনেকের ধারণা। যেখানে এই গাড়িটি রাখা ছিলো সেখানে কোনো পাহারাদার ছিল না। তাই গাড়ির মালিক ও কর্মচারীদের আরও বেশি সচেতন হওয়া উচিৎ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ট্রাক চুরির একটা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। অতিদ্রুত আমরা দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এছাড়াও গাড়ির মালিক এবং চালকদের এভাবে যত্রতত্র গাড়ি পার্কিং না করার ব্যাপারে আরও বেশী সতর্ক হওয়ার এবং টার্মিনালের নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার পরামর্শ দেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি