তিমির বনিক, মৌলভীবাজার: করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার জেলার থেকে উপজেলা সকল স্থানে একযোগে চলে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত। স্বাস্থ্যবিধি ও আরোপিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় গতকাল শনিবার (১৭ এপ্রিল) ৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩২,৮০০ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়। জেলাব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার(ভুমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন।
এই অভিযান চলে দুপুর ৩ ঘটিকা থেকে শুরু হয়ে রাত অবধি অভিযান পরিচালনা কার্যক্রম বিরামহীন চলতে থাকে জানা যায়। এসময় জনগনকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতামুলক প্রচারণা, মাস্ক বাধ্যতামৃলক ও ১৮ দফা নির্দেশনা অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুসিয়ারী করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন স্ব স্ব থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।