ঠাকুরগাঁও জেলার মধ্যে সরিষা উৎপাদন করে রাণীশংকৈল উপজেলার ৩ জন কৃষক ২০২২-২৩ অর্থ বছরের তেলজাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেরা নির্বাচিত হয়েছেন। সেরা তেল উৎপাদনকারী কৃষক পুরস্কার ২০২৩ খ্রিঃ, প্রাপ্ত কৃষকেরা হলেন, উপজেলার নন্দুয়ার বলিদ্বারা গ্রামের মানিক হোসেন প্রথম, লেহেম্বা বসতপুর গ্রামের নফির আলী দ্বিতীয় এবং রাতোর ফরিঙ্গাদিঘি গ্রামের মোতাহার হোসেন তৃতীয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ মে) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক সিরাজুল ইসলাম।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশেষ অতিথি’র বক্তব্য দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম খোরশেদুজ্জামান, বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক(শষ্য)আলমগীর কবির, রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ বিভাগ) শাহিনা বেগম। শেষে সেরা ওই ৩ কৃষকদের হাতে অতিথিরা পুরস্কার হিসাবে সনদ ও নগদ অর্থ তুলে দেন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি