আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের জেদ্দা উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলার কারনে বিস্ফোরণের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সৌদি আরবের স্থানীয় সময় (১৪ ডিসেম্বর) বিস্ফোরণের পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। এতে পুরো জাহাজ এবং বন্দরের আশপাশে আতঙ্কে ছড়িয়ে পড়ে।
তেল পরিবহন কোম্পানি হাফনিয়া জানিয়েছে, সোমবার অজ্ঞাত ‘বাহ্যিক উৎস’ আঘাত হানার পর সিঙ্গাপুরের পতাকাবাহী বিডব্লিউ রাইন-এ অবস্থানরত ২২ নাবিক কোনো আঘাত ছাড়াই নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। ট্যাঙ্কারের কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হলেও আংশিকভাবে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়।
হাফনিয়া শিপিং বিবৃতি আরও জানায়, জাহাজ থেকে কিছু তেল ছড়িয়ে পড়ার খবর পেয়েছি আমরা। তবে অতিমাত্রায় তেল ছড়ানো এখন পর্যন্ত লক্ষ করা যাচ্ছে না।
৬০ হাজার টন পেট্রল নিয়ে ইয়ানবু বন্দর থেকে গত ৬ ডিসেম্বর ছেড়ে আসে ট্যাংকার ‘বিডব্লিউ রাইন’। সিঙ্গাপুরের এই ট্যাংকারটিতে এখনো ৮৪ শতাংশ পেট্রোল রয়েছে।
বিস্ফোরণের কারণে সৌদির নৌবাহিনীর দল আশাপাশের জাহাজগুলোর উদ্দেশে সতর্কবার্তা পাঠিয়েছে। এটি হামলা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখতে তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরে আরেকটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়। ওই হামলার জন্য ইয়েমেনের হুতি ব্রিদ্রোহীদের দায়ী করে সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনে হুতি ব্রিদ্রোহীদের সঙ্গে বিগত কয়েক বছর ধরেই লড়াই করে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট।