জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব দল একমত। তবে এটি তৈরিতে তাড়াহুড়া কিংবা কালক্ষেপণ যেন না হয় সেদিকে নজর দিতে হবে। যত সময়ই লাগুক না কেন ঘোষণাপত্রটি ভালোভাবে যেন তৈরি করা হয়। তাড়াহুড়া যেন না করা হয়, আবার কালক্ষেপণও যেন না হয়।
এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে বৈঠকে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সর্বদলীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৭ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি