বিশ্বে এখন প্রযুক্তির জোয়ার চলছে। প্রতিনিয়ত দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো এখন প্রযুক্তির আওতায় আসছে। এবার বিশ্বখ্যাত ব্রান্ড নাইকি আনলো সেলফ লেইসিং বা স্বয়ংক্রিয় ট্রেইনার জুতা। আসছে ফেব্রুয়ারিতে বাজারে আসছে এই বিশেষ জুতা।
স্মার্টফোন দিয়ে জুতাটিকে নিয়ন্ত্রণ করা যাবে। গ্রাহকের পায়ের আকৃতির সঙ্গে ফিট হয়ে যাবে নিজে নিজেই। এর নাম দেয়া হয়েছে নাইকি অ্যাডাপ্ট। এর দাম ধরা হয়েছে ৩৫০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ৩০ হাজার টাকা।
জুতাটি মূলত খেলোয়াড়দের কথা ভেবে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্কেটবল খেলায় এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।
জুতাটির ধারণা পাওয়া গিয়েছিল ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাক টু দ্য ফিউচার পার্ট টু’ চলচ্চিত্রে। পরে নাইকি বিস্তর গবেষণার পর ২০১৬ সালে সেই জুতাটির একটি বাস্তব রূপ দিতে সক্ষম হয়।
জানা গেছে, ব্যবহারকারি চাইলে এই জুতার ফিটিংস নিজের মতো পরিবর্তন করতে পারবেন। জুতার মাপ নিজের প্রয়োজনমত করতে পারবেন। স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসব করা যাবে। এই জুতার ক্ষেত্রে আলাদাভাবে কোনো বোতামের সংযুক্ত করতে হবে না।
সূত্র: সময় নিউজ