সোমবার (৩০ মার্চ) সকাল থেকে রাজধানী জুড়ে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে বিভিন্ন সংস্থা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়ে এই কর্মসূচি চালানো হচ্ছে।
রাজধানীতে ডিএমপির ৮ টি গাড়ির মাধ্যমে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। ঢাকা উত্তর, দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসাও একই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা দক্ষিণ সিটির ৮ টি, উত্তর সিটির ৯ টি গাড়ির মাধ্যমে প্রতি ওয়ার্ডের রাস্তায় ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার ও অন্যন্যা জীবানুনাশক ওষুধ মিশ্রিত পানি।
সংস্থাগুলো বলছে আরও কয়েকদিন চলবে তাদের এই জীবাণুনাশক কর্মসূচি। নগর পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে তারা অন্যান্য কর্মসূচিও হাতে নেবেন বলে জানানো হয়। সুত্রঃসময়।