বিনোদন ডেস্কঃ প্রাণ রক্ষার্থে এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার কিনেছেন সালমান। সেই গাড়িতে চড়ে সম্প্রতি মুম্বাইয়ে নিজেদের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যেতে দেখা গেছে তাকে।
নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত বলিউডের এই সুপারস্টার। গত মাসে মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি। সলমান ও তাঁর পরিবার উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে মুম্বাই পুলিশ। তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিনেতা ইতিমধ্যেই বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারে যাতায়াত করছেন। গাড়িটি অত্যাধুনিক মডেলের না হলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাঁকে বাঁচাতে পারে এই গাড়ি।
নিজের প্রাণের সুরক্ষায় কোনো চেষ্টারই কমতি রাখছেন না সাল্মান খান। বুলেট প্রুফ গাড়ি ছাড়াও সালমানের সঙ্গে বহু আগে থেকে তিন-চারজন অস্ত্রধারী এবং চৌকস দেহরক্ষী তো থাকেই। হত্যার হুমকি পাওয়ার পর সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেরও নিরাপত্তা জোরদার করেছেন মুম্বাই পুলিশ।
উল্লেখ্য, গত ৫ জুন গুলি করে মারার হুমকি দেওয়া হয় সালমান খান ও তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে। একটি চিঠির মাধ্যমে তাদের এই হুমকি দেয় পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা। চিঠিতে বলা হয়, সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে তোমাদের। সালমান ও তার বাবাকে হুমকি দেওয়ার সপ্তাহ খানেক আগেই পাঞ্জাবী গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় গুলি করে ঝাঁঝরা করে দেয় এক দল সন্ত্রাসী। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিধুর। আর এর সপ্তাহ খানেক পরই সালমান ও তার বাবাকে গুলি করে মারার হুমকি চিঠি আসে।