স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে খেলতে আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় দেশ ছাড়ছেন ব্যাটার নাঈম শেখ ও পেসার এবাদত হোসেন। একের পর এক ক্রিকেটাররা ইনজুরিতে পড়ায় তাদের পাঠানো হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে রাত ৭ঃ৪৫ মিনিটে তাদের ফ্লাইট। জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও রয়েছে হারের শঙ্কা। প্রথম ম্যাচে তিনশর বেশি রান তুলেও স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরেছে তামিম ইকবালের দল।
গতকাল শুক্রবার (৫ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে লজ্জাজনক হারের দিনে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন সবচেয়ে ইনফর্ম ব্যাটার লিটন দাস। বাংলাদেশ ইনিংসে সিকান্দার রাজার করা ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেয়ার জন্য ছুটছিলেন, ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করলে মাঠে শুয়ে পড়েন লিটন। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। এশিয়া কাপেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার তালিকায় লিটন দাস, শরিফুল ইসলাম ছাড়াও রয়েছেন মুশফিকুর রহিম। শরিফুলের চোট গুরুতর না হলেও ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আগেই শরিফুলের বিকল্প হিসেবে নেয়া হচ্ছে আরেক পেসার এবাদত হোসেন এবং লিটনের জায়গায় খেলতে পারেন নাঈম শেখ।
উল্লেখ্য, ওয়ানডে সিরিজটা হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। এর আগে ব্যাট করে ৩০৩ রান তুলেও জিম্বাবুয়ের কাছে হেরে যায় ৫ উইকেটে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামীকাল রবিবার (৭ আগস্ট) হারারেতে।