স্পোর্টস ডেস্কঃ আজ রোববার (৭ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টির হতাশার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে বাংলাদেশ।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই সফরে আগের সবগুলো ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। এবারও ব্যতিক্রম হলো না। টস জিতে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রেজিস চাকাভা।
প্রথম ওয়ানডেতে হার দেখায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। না হলে আজ জিততে পারলে আজই সিরিজ নিজেদের করে নেবে জিম্বাবুয়ে।
এই ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের মূল পারফর্মার লিটন দাস চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন। এ ছাড়া মূল বোলার মুস্তাফিজুর রহমানকেও খেলানো হবে না এই ম্যাচে। সবমিলে প্রথম ওয়ানডেতে হারের হতাশার পাশাপাশি তারকা ব্যাটারের না থাকাও বাংলাদেশের জন্য দুশ্চিন্তার।
তবুও ঘুরে দাঁড়িয়ে সিরিজে নিজেদের আশা বাঁচাতে মুখিয়ে আছে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাটে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে পারে কি না বাংলাদেশ সেটাই দেখার।
উল্লেখ্য, দুই দলেই বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জিম্বাবুয়ে নেমেছে একাদশে ৫ পরিবর্তন নিয়ে। বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন এসেছে ইনজুরির কারণে। লিটন দাসের বদলে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত। তাইজুল ইসলাম একাদশে আছেন মুস্তাফিজুর রহমানের জায়গায়।