মানছুর আলম, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলের উপর ১০০ মার্কসের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এসএসসির ফলের উপর ১০ মার্কস ও এইচএসসির ফলের উপর ১০ মার্কস নির্ধারিত থাকবে।
গেল বৃহস্পতিবার দিবাগত রাতে একাডেমিক কাউন্সিলের জরুরী সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য সম্পর্কে নিশ্চিত করেন।
তিনি বলেন, একাডেমিক কাউন্সিলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ১০০ নাম্বারের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ভর্তি বিজ্ঞপ্তিতে ২০০ মার্কস এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং বাকী ১০০ মার্কস এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা করা হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে ভর্তিচ্ছু ও বর্তমান শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।