লক্ষাধিক মানুষ জার্মানি জুড়ে চরম ডানপন্থী অল্টারনেটিভ ফুর ডয়েচল্যান্ড (এএফডি) পার্টির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। জার্মানি থেকে অভিবাসীদের গণহারে বের করে দিতে চাওয়ায় এই বিক্ষোভ বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
শনিবার (২০ জানুয়ারি) জার্মানির বড় ও ছোট শহর মিলিয়ে শতাধিক স্থানে এসব বিক্ষোভ হয়েছে।
জার্মান গণমাধ্যম জানিয়েছে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে এসব জমায়েতে এএফডিকে উপহাস করে ‘ফ্যাসিজম কোনো বিকল্প নয়’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। এএফডি সদস্যরা সম্প্রতি কট্টর ডানপন্থী কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে ‘বৈঠক করে জার্মানি থেকে বিদেশি অভিবাসীদের গণহারে বের করে দেয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন’ বলে একটি সংবাদ প্রকাশিত হয়। মূলত এ খবর সামনে আসতেই অভিবাসী বিরোধী এই পরিকল্পনার বিরুদ্ধে জার্মানি জুড়ে বিক্ষোভ শুরু হয়।
পুলিশ বলছে, এদিন জার্মানির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ফ্রাঙ্কফুর্টে মিছিলে যোগ দেয় প্রায় ৩৫ হাজার মানুষ। ‘গণতন্ত্র রক্ষা করুন—এএফডির বিরুদ্ধে ফ্রাঙ্কফুর্ট’ লেখা ব্যানার নিয়ে তাঁরা বিক্ষোভে অংশ নেন।
এদিকে উত্তরের শহর হ্যানোভারেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। তারা ‘নাৎসি তাড়াও’-এর মতো পোস্টার নিয়ে অবস্থান নেন।
এ ছাড়া ডর্টমুন্ডেও জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী। গত সপ্তাহ থেকে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় ব্রাউনশউইগ, আরফুর্ট, ক্যাসেলসহ অনেক ছোট শহরেও শনিবার বিক্ষোভ হয়েছে। তবে চ্যান্সেলর ওলাফ শলজসহ নেতৃস্থানীয় রাজনীতিবিদেরা সমর্থন জানিয়েছেন অভিবাসনবিরোধীদের বিক্ষোভে।
এদিকে জার্মান চ্যান্সেলর বলেন, ‘অভিবাসী বা নাগরিকদের বের করে দেওয়ার যেকোনো পরিকল্পনাই গণতন্ত্র ও আমাদের সবার বিরুদ্ধে আঘাত।’ গণতান্ত্রিক জার্মানির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম