কাতার বিশ্বকাপের মঞ্চে ‘ই’ গ্রুপের ম্যাচে জাপানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে জার্মানি। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ম্যাচটিতে অঘটন ঘটিয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান।
ম্যাচের শুরু থেকে জাপানকে চাপে রাখলেও ম্যাচে প্রথমবার বল জালে জড়ায় এশিয়ান দলটি। ডাইজেন মায়েদা ৪ মিনিটের মাথায় গোল দিলেও তা অফসাইডে বাতিল করেন রেফারি। এরপর আক্রমণের ধারা আরও বাড়ায় ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলটি। কিমিচ, জামাল মুসিয়ালারা মিলে একের পর এক শট নিয়ে জাপানের রক্ষণভাগের ভিত নেড়ে দেন। ম্যাচের ২৯ মিনিটে ভিএআর পর্যবেক্ষণে পেনাল্টি পায় জার্মানি। এই সুযোগে দলকে এগিয়ে দেন গুন্ডোগান।
এরপর আর গোল না পেলেও ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় জার্মানরা। বিরতি থেকে ফিরে জার্মানিকে একেবারে চেপে ধরে জাপান। ৭৫ মিনিটেই সমতায় ফেরে জাপান। ডোআন গোল করায় ম্যাচে ফেরে জাপান। এরপর একের পর এক আক্রমণ চালিয়ে যায় এশিয়ার দেশটি। ৮৩ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন টি সিয়ানো। এই দুই গোলেই নতুন করে ইতিহাস গড়ে জাপান। বিশ্বকাপের মঞ্চে জয় দিয়ে শুরু দেশটির।