আবহাওয়া অনুকূলে থাকায় জামালপুরের চরাঞ্চলে টমেটোর বাম্পার ফলন হয়েছে। অন্য বছরের তুলনায় এ বছর দামও ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। তবে সরকারিভাবে টমেটো সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা।
জামালপুর জেলার সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে এখন চোখে পড়বে শুধু কাঁচা-পাকা টমেটো। এ বছর ৬টি জাতের টমেটো চাষ করেছেন এখানকার কৃষকেরা। এবার টমেটোতে কোনো রোগ বাইল হয়নি। তাই ফলনও হয়েছে ভালো।
শুরুতে দাম কিছুটা কম থাকলেও এখন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন চাষিরা। টমেটো চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বাজারজাতকরণে সাহায্যের পাশাপাশি সরকারিভাবে টমেটো সংরক্ষণের দাবি জানিয়েছেন চাষিরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ‘এবার শৈত্যপ্রবাহ ও কুয়াশার প্রভাব কম। টমেটো চাষের উপযুক্ত পরিবেশ বজায় থাকায় ফলন খুবই ভালো। বাজার খুব একটা না কমলে কৃষকরা লাভবান হতে পারবেন।’
এ বছর জেলায় ১৫০০ হেক্টর জমিতে টমেটোর চাষ করা হয়েছে।
সূত্র : সময় নিউজ