জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন(জেইডিও) আয়োজনে মানুষের জন্য’ ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার শুরু হতে যাচ্ছে ৩য় নবীন এবং ১২তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০১৯।
প্রাঙ্গণ মোর শব্দ রণণে হোক মুখর’ স্লোগানকে ধারণ করে শুক্রবার (৫ জুলাই) বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় সকল ছাত্র ও ছাত্রী হল অংশগ্রহণ করবে।
‘সম্পৃতি এবং মানুষের জন্য’ ফাউন্ডেশনের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এর আয়োজনে প্রতিযোগিতায় প্রথমবারের মত নবীনদের জন্য ব্রিটিশ পার্লামেন্ট ফরম্যাটে রয়েছে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা।
নবীন বিতর্কের আহ্বায়ক নৃবিজ্ঞান ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী জানান,মূলত নবীনদের ইংরেজি বিতর্কে আগ্রহী করে তোলার জন্যই প্রথমবারের মত বাংলার পাশাপাশি ইংরেজি বিতর্কের আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ ও ৬ জুলাই আন্তঃহল বিতক এবং ১২ ও ১৩ জুলাই নবীন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।