মোঃ আমিন আহমেদ, সিলেটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ বিপুল পরিমান ভারতীয় চকলেট-বিস্কুটের চালান আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।
ডিবি পুলিশ সুত্রে জানাযায়, বুধবার দিবাগত রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা’র এস আই আবুল হোসেন ও এ এস.আই রুমান মিয়া’র নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এলাকার আলিফ ষ্টোন ক্রাশারের পিছনের গোদাম থেকে ১ লক্ষ ৫৭ হাজার ৬ শত ৮০ টাকার ভারতীয় চকলেট ও বিস্কুট আটক করে।
এ সময় ডিবি পুলিশের উপস্থিত টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়।
এ ঘটনায় এস আই আবুল হোসেন বাদী হয়ে উপজেলার জাফলং মোহাম্মদপুর গ্রামের নুরুদ্দিনের ছেলে লায়েস উদ্দীন ও কালিনগর গ্রামের সোহেল আহমদ’র নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা দ্বায়ের করে।
জেলা গোয়েন্দা শাখা (উত্তর)’র ওসি সাইফুল আলম ভারতীয় চকলেট- বিস্কুটের চালান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পলাতক আসামী লায়েস ও সোহেল’র নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দুই জনকে আসামী করে প্রচলিত আইনে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।