জাপানের পশ্চিমাঞ্চলের কোবে শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে দেশটির সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে আগুন লাগার পর জরুরি নম্বরে কল করে দমকল বিভাগকে জানানো হয়। পরে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কোবে দমকল বিভাগের মাসাতোশি সুমিতানি বলেন, অগ্নিকাণ্ডে আহত চারজনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোবের ওই এলাকার অন্যান্য ভবনের বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির অধিকাংশ বাসিন্দাই পুরুষ বলে ধারণা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার পর ওই ভবনের প্রথম তলার জানালা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনা পুলিশ তদন্ত শুরু করছে বলে মাসাতোশি জানিয়েছেন।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন